নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২০:২৩:৩২
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার সম্প্রতি বজ্রপাতে নিহত মাধবপুর ইউনিযনের ভাসানীগাঁও গ্রামের গরু রাখাল ওয়ারিছ মিয়ার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক নিহতের মা জায়রুন বিবির হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্পকুমার কানু, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, নিহতের বড় ভাই বাছিত মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে ফুটবল মাঠে গরু চড়ানোর সময় ব্রজপাতের আঘাতে ওয়ারিছ মিয়ার মৃত্যু হয়।