নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১২:২৬
অসুস্থ থাকার কারণে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন পরিষদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া কথা ছিল।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বৈঠকটি স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আমাদের সময় ডটকমকে বলেন, ম্যাডাম গত দু’দিন হলো খুবই অসুস্থ। এর জন্য সোমবার তিনি অফিসও করেননি। ফলে তার অসুস্থতার কারণে এ বৈঠক স্থগিত করা হয়েছে।
এদিকে এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন পরিষদের ৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার দুপুর ১২ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।