নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত ০২ অক্টোবর, ২০১৬ ১১:৩০:৪১
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতদের একজনের পরিচয় জানা গেছে। আবদুল মুকিত নামের ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তার ছেলে বর্তমানে হাসপাতারের ৫ম তলায় ভর্তি। অপরজনের পরিচয় জানা যায়নি।